একসাথে পাহাড় দেখার ইচ্ছে আমার বহুদিনের,
নিঃসঙ্গ পাহাড়ী রাত ।
আমরা শুয়ে থাকবো ঠিক মেঘের সামনাসামনি,
মেঘ আসবে যাবে হাওয়ার কথা শুনে ।
মেঘের সাথে আসবে গাড়োয়ালী বৃষ্টি,
ঔষধি মাশরুমের গন্ধে,
উবে যাবে আমাদের আনশিকা দোষ ।
নিয়ান্ডারথাল মানবী যেভাবে পাহাড় পেরিয়ে এসে,
চাগিরস্কায়া গুহায় তার প্রেমিকের ঠোঁটে চুম্বন রেখেছিলো,
আমরাও পেরিয়ে আসবো আমাদের দুরত্ব ।
আলপাইনের রং শরীরে তুলে নিয়ে,
জীবনের কাছাকাছি এসে বসবো দুজন ।
রাত্রের নক্ষত্র ক্ষচিত উত্তাল মহাশূন্যের নীচে ,
কস্তুরী হরিনের ফেলে যাওয়া সুগন্ধ মেখে,
তোমায় শোনাবো,
পাবলো নেরুদার," ভালোবাসার একশো সনেট " ।