এই নিঃসঙ্গ সময় এখন কাকে কাঁদায় ?
ব্যর্থ প্রেমিকের বাড়ছে ঋনানুবন্ধন,
মিলনের প্রলেপ মুছে উজ্জ্বল আলোয়
মুখ ঢেকে আসে নগ্নতার বৈধ ছায়া ।
উত্তাল ঝড়ের রাতে একাকী আন্দোলন,
কত স্বপ্নের লাশ, রক্তের দাগ আমাদের পথে ।
দীর্ঘক্ষন অপেক্ষা পর বৃষ্টি কাল পেরিয়ে,
সে ফুল নিয়ে আসে , লাল টকটকে ।
আমি ও এসেছিলাম তেমন,আগুন্তুকের মত,
শেষ সহবাসের আদরে পোড়া অঙ্গীকারের
ছাইটুকু অর্ধেক হাতভর্তি করে,
ছুটেছিলাম তোমাকে দেখানোর প্রত্যাশায় ।
অবশেষে চাহিদার শুকনো আবর্জনা,
জোড়ো করে চলে যাচ্ছি তোমার ব্যর্থ প্রেমিক হয়ে ।
তোমার আকাশ জুড়ে এখন অন্য নক্ষত্ররা ভীড় জমাক,
আমি আজন্ম প্রতীক্ষায় থাকলাম , বহুজন্মের মত ।