কত সহজে এখন কথা হয়,
কথা না থাকলেও শব্দ জুড়ে কথা চলছে ।
নক্ষত্রের রাত পেরিয়ে নীহারিকার দিন
দিন পেরিয়ে সৌর ক্যালেন্ডার, কথা চলছে ।
কথা চলছে পার্বত্য স্রোতের মতন,
মাঝে মাঝে ধাপ চ্যুতি সেখান জলপ্রপাত,
কোথাও সে আবেগধারা স্মৃতির বহনে গতিহীন,
তবুও কথা চলছে মুখ লুকিয়ে চুপিসারে ।
কত সুলভ ভাষ্যে কথা চলছে স্নান খাওয়া ঘুম,
কথারা সঙ্গ ছাড়েনা ভাসিয়ে নিচ্ছে বোধের মুহুর্ত,
বারবার সময়ে অসময়ে যন্ত্রণাহীন ভাবে কথার টান ,
কথা যেনো কথা নেই সে এখন সময় কাটানোর শব্দ মাত্র।