সম্পর্কগুলো ভেঙে চুরে এখন পরিস্কার পৃথিবী,
শুকনো পাতার মৃত্যুকালে মৌন আবেগ,
মনেপড়ে একদিন বন্ধুত্ব ছিলো আমাদের,
আজ নেই, তাতেও কি শান্তি আছে ?
উত্তর পেতে পেতে এখন জন স্থলভাগে
মতবিরোধ হিংস্র পশুর ধারালো নখ ।
ক্রমশ হারিয়ে যাচ্ছে আমাদের অতীত মুহূর্ত,
তাকে টেনে ধরে এনে টুকরো স্মৃতিচারণ ,
শহর উপকণ্ঠে স্বতন্ত্র চিন্তনের অভিব্যক্তি,
সবকিছুই যেনো অর্থহীন হয়ে উঠছে প্রতিটি মুহূর্তে ।
তোমার আমার মেরুদণ্ড বেয়ে প্রতিশোধের স্রোত,
নিস্তার নেই ।
তাই এই প্রবল বিপন্নতার নিদারুণ সময়ে,
গভীর স্তব্ধতা নেমে, বিস্ফারিত গলায় প্রতিবাদ
কালঘুম ভেঙে জেগে উঠতে পেরেছে ।
সমস্ত অভিমান মতবিরোধ ভুলে গিয়ে,
পরস্পরকে জড়িয়ে ভালোবাসতে চাইছে ।