মাঝে মাঝে ফিরে আসি,
দরজা খোলা থাকে সারাটা বছর ।
কথা হয়না, একদিন হবে তার আশঙ্কা নেই,
তবু শব্দ তৈরী থাক , একটি ছেঁড়া চিঠির ।
নগ্ন দেহের রুপে তাপমাত্রা বেড়ে গেছে,
আদরে ভালোবাসা বোঝা যায়না ।
পাতা ঝরে পরে যায় নক্ষত্রের নীচে,
ভীষন শীত, উষ্ণতার নিচে ঘুমিয়ে থাকি ।
উদ্বাস্তুদের সব দেশ থেকে বের করে দাও,
ওরা পৃথিবীর বাইরের মানুষ ।।
সভ্যতা মানে ক্রমশ এগিয়ে যাওয়া,
আমরা পিছিয়ে যাচ্ছি , সময়ের থেকে ।