আগুন লাগে ক্ষতে,
তবু শহরে ও গ্রামে ছত্রভঙ্গ বিক্ষিপ্ত বিক্ষোপ
আগুনের সন্ধান করে জলে ও শরীরে ।

এখন একটা মুখ দরকার,
শুধু প্রতিবাদী কন্ঠস্বর নয় প্রত্যাঘাত হানার
অভিব্যক্তি মাখা মুখ ।

গনবিক্ষোপের তন্দ্রা কাটে,
সময়ের প্রত্যাশায় অবসন্ন সন্ধ্যায় তারা
মদে চুম্বন দেয় ।

বিপ্লবের সোনালী নেশায়,
বুঁজে আসা চোখ সুদিন সমাজের স্বপ্ন
দেখে ঘুমায় বিছানায় ।

গনবিক্ষোপে শান্তির ঘুম,বেকারত্বের শান্তিতে  ।।