শব্দেরা রয়ে যায়,
যদিও এখন শীতরাত,
তবু দুরত্ব রয়ে গেছে না সারা ক্ষতের মতো ।

ভালোবাসার খুব কাছে যেতে যেতে,
কোনোদিন যদি পাশে কোনো হাতের স্পর্শ পাও,
জেনো তা আমার নয় ।

ছেড়ে আসা মুখের শীতল ওষ্ঠ্যের সামনে
মন এখন তৃতীয় মানুষ,আর আমি,
ক্রমশ অযথাই হয়ে উঠেছি তোমার সব কথায় ।

অনুভূতির কুয়াশায় হাতড়ে যাওয়া এক মন,
চিরকাল চিরজীবনের মতো নির্বাসন নিলো,
সাথে সহচর্যে বেড়ে ওঠা রাগ ।

যে নক্ষত্ররা বেছে নিয়েছিলো আমাদের,
তাদের কফিন কবর আমার হাতেই,
ভালোবাসার জন্য উৎসর্গকৃত ।