যৌনতার তদন্তে নেমেছে বসন্ত,
স্বাধীনতার আগেও পরে, লাশের মিছিল,
সঙ্গমের বিছানায় একগাদা কল্পকাহিনী,
কপিরাইট ভঙ্গ করে বক্তব্য রাখেন, গিরগিটি ।
  
আমরা তাতেই গণভোটে মাতি,
শরীরের বদলে গলা ভেজে হালকা মদে,
শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ,
কৃষকের মুখে স্থির দৃষ্টি ।।

উন্নয়ন উন্নয়ন উন্নয়ন ।
উনুনে আগুন জ্বলেনি অনেকের ।।