রাজনীতি ধর্মে মিশছে রক্তে ঔযুধ মেশার মত ।
ক্ষমতার বিরুদ্ধাচরণ হলেই মননে চিন্তায় বোধে ও স্বপ্নে তারা খসার গতিতে হানছে আঘাত ।
স্বাধীনচেতা মনোভাবের সমার্থক করে তোলে দেশদ্রোহিতা ।
উন্নীতের যেটুকু সম্ভাবনা ছিলো তাকে ভ্রুনেই বিনষ্ট করে সরকার উলঙ্গ হয়ে রাজপথে নামে ।