এবার, হোক শুরু,
সেই গভীরতার ভিতর থেকে,
যেখানে একরাশ ফসিল রেখে,
কবিতা লিখতে লিখতে,
মাটিচাপা পড়েছিলাম আমি নিজে ।
তুমি, আমাকে চিনতে পারো,
ছাপ থেকে বের করে এনে, দাও রুপ,
চোখের অগন্তি মন্তব্য এড়িয়ে,
আমাকে প্রথম শ্রাবণে ভেজাও,
তখনি তোমার বুকে এসে লাগে বুলেট,
রক্তাক্ত হয়ে যায় প্রেম,ভালোবাসা ।
আমার ফসিলে প্রান জেগে ওঠে,
আমি বুঝতে পারি,
আমার সামনে বিশ্বযুদ্ব,
হাতে গরম ব্ন্দুক ,
সাদা কাগজটাকে রক্তাক্ত করে ফেলি ।