যদি ধার দাও এক মুঠো বিল্পব,
সাদা সাদা কাফন লাশ মোমের মিছিলে,
তোমাদের এই সমাজের গভীর উষ্ণতা দেবো,
বিশ্বাস রাখো ।
কিসের বিশ্বাস , এ প্রতিশ্রুতি ।
যদি একবিন্দু জল হয় প্রানের অন্তরায়,
তবে ধার দাও, সেই রাতের আদিম চুম্বন,
অবিবাহিত সহবাসের সাহষ ,
তোমাদের এই সমাজের নগ্নতা দেবো ।
যদি ধার দাও বিষাক্ত লেখনী,
আমি ফিরিয়ে দেবো,
আপন খেয়ালে সেখানে পাপীদের রক্ত মাখালে,
বিশ্বাস রাখো,
কাল সকালে ফুটপাতের আস্তানায় মানুষ থাকবেনা ।