সমতল থেকে  বয়ে আনা  একাঙ্গী,
রাখতে চেয়েছিলাম তোমার বিরা খোঁপায়,
বিরংসার দেহগামী মন তখন,
দুরত্বের স্বাদ জিভে চাঁখছে,
ক্ষণস্থায়ী সহবাসের স্বাভাবিক নিয়ম
ক্লদ মোনের আঁকা শাপলা ফুলের মতো,
সময়ে দিয়েছে শরীর,
শরীর মেখেছে বয়স, চোখে স্বযত্নে রেখেছে মরুঝড় ,
আমাদের হাতে জন্মেছে বিষ নখ,
মুখে আদরের ক্ষত আর হৃদয়ে বাঘের আঁচড় ।।