ছেড়ে যদি যাওয়া যেতো,
মনের ভিতরে বয়স্ক প্রেমের শিকড় ।
কথার মন মতো করা অভিযোগে,
নিস্তব্ধ সম্পর্কের অবনতির হাত,
ছেড়ে যদি যাওয়া যেতো,
কমে আসতো দুজনের তারা গোনার মত অলস কাজ ।
সবকিছু ঠিকঠাক রেখে কি লাভ ?
একসাথে পথ পেরোনোর রাতে শরীরে রাখা হাত,
দীর্ঘ সহবাস আর মাত্র কয়েকটা বছরের জন্য ।
তারপর, ছেড়ে তো যেতেই হবে ।
আজ বা কাল এই দিন এই রাত যা চলছে চলুক ।
দুজন দুজনকে জড়িয়ে থেকে সে সবে শুধু গা ভাসাই,
হাতছাড়া হয়ে উড়ে যাই ।
আদুরে রোদ আজ আবার বৃষ্টিতে ভিজেছে,
আর আমি ভিজেছি বহু জন্মের সেই সব স্মৃতিতে ।