তোমাকে নিজের মত করে কতই বা আর পেলাম ।
হাত গুনে বলে দেওয়া যাবে,
কটাদিন আমার মুখের সামনে তোমার মুখ,
ঠোঁটের উপর একাকীত্বের কতগুলো বছর ,
সবটাই সহজ হিসেব ।
দুরত্বের আলপথ বেয়ে চলে যায় শরীরের সাপ,
বর্ষা আসে ফিরে যায়, অপেক্ষা কমে কই ?
ধৈর্য্যর কাছে আমার স্থবির স্থিরতা মাথানত করে ।
তুমি প্রেমের প্রতিবিম্ব নিয়ে আমার স্বপ্নে এসো,
দুরত্ব কমে যাক বা না যাক, অন্তত কিছু সময়তো
তোমাকে আমার মত করে পাই ।।