একটা খোঁজ চলতে থাকে, চলতেই থাকে,
কতগুলো প্রশ্নের যেমন কোনো উত্তর হয়না,
নিস্তব্ধতা থাকে, যতদিন না জোরে আওয়াজ হয়,
সময় ভেঙে বেরিয়ে আসে কামুক বাসনা ।
দুপুরবেলা আজও ঘুম এসে যায়, ছোটোবেলার মত,
শুধু এখন কেউ জোর করেনা,
ঘুমাতে চাইলে‌ ঘুমাও, নইলে হাতের ভিতর পৃথিবী ।
কলাগাছের ভেলা এখন পুকুরে ভাসেনা,
জগন্নাথ কাকা একটা গুলির বোতল দিয়েছিলো,
এখন আমার বক মারার শখ মরে গেছে,
একটা সময় আমরা জলে হুড়তাম,
কলাগাছের নির্যাসে পচে যেত জল,
এখন বুকের ভিতর, শরীরে, কথার তলে,
গুলি চালাই, হুড়ি, পচিয়ে চলি আবেগ,
সব একি আছে শুধু বড় হয়ে গেছি,
বড় হয়ে গেছে ইচ্ছেগুলো ।