কুয়াশায় ঢেকে গেছে কাছের আকাশ ,
বরফজলে সদ্য প্রয়াত নগরীদিবস,
শানিত মৃত্যুশব্দ আসার আগে তুমি এলে,
হাতে নিয়ে রক্তমাখা নতুন গোলাপ ।
আমি তুমি দাঁড়িয়ে থাকি জলের মতো,
চলনহীন একগুচ্ছ ভালোলাগা মুঠোবন্দি,
উঠানে টুকরো রোদ আসে,
নীরবতা প্রশ্ন করে,
কে প্রথম বিদায় জানাবে ।
আমি মিশে যেতে চাই,কিন্তু মিশবো কোথায় ?
শরীরটা এখন আর পোড়েনা,
তোমাকে পাওয়ার জন্যে অপেক্ষা করতে করতে ,
আমাদের ভিতর একদল শৈবাল জন্মেছে ।
এই শৈবালের ছোঁয়াছ এড়িয়ে আমাদের
মেলামেশা, অসম্ভব ।। ফিরে যাও ।