আমরা শুধুই কবিতা লিখি,
প্রেমিক প্রেমিকার চুম্বনে গ্রেফতারি পরোয়ানা,
সময়ের সাথে সাথে গণতন্ত্রের ভিন্ন প্রয়োগ,
জোনাকীর ফসফরাস আর মৃত্যু মিছিলে লাল ফুল,
বছর গুলো পেরিয়ে যায় আলোর মত, দ্রুত ।
যে দেশে চুম্বনের আকাশে পুলিশের ভয়,
ভুলে যায় প্রান সৃষ্টির ব্রহ্মার চৌষট্টি কলা,
ভারতের বিভিন্ন মন্দিরে যৌনতার উৎসব ভাস্কর্য ,
সেই দেশে আজ নাবালিকারা ধর্ষিত হয়ে ভোর দেখে,
নিষিদ্ধ রাস্তায় বন্দি হয় রাতের শরীর,
যৌন শিক্ষার ভীষণ অভাব এই সময়ে, পিছিয়ে আছি ।
ওই যে বললাম, শুধুই কবিতা, আর নরম যৌনতা,
ঘুমের ভিতর আমি আর তুমি,
এই ভোরে পরস্পরকে জড়িয়ে, প্রতিক্রিয়াহীন ।