এখন গোলাপের চাষ বন্ধ ।
ছোট্ট উঠোনের মাঝখানে বসিয়ে রেখে
সেই টবে কিছু রোপা আমনের চারা পুঁতে দিলে তাতে এসে লাগবে সূর্যের বারুদ ।
শ্রাবনের জলে সে বেড়ে উঠুক,
সার তো আছেই, নিহতের দেহ ।
শীত আসা অবধি সেই ধান বেড়ে উঠুক ।
তারপরে যুদ্ধ ক্লান্ত জনহীন পৃথিবীর বুকে একটুকরো খাদ্যের উৎসব হবে ।
সুদিনের স্বপ্নেও ধ্বংসের অনুপ্রবেশ,
যুদ্ধেও নাকি শান্তি চাই ।