মানুষ একা হয়ে গেলে দূরে যেতে চায়,
যেখানে মানুষ নেই  ।

কিন্তু কোথায় মানুষ নেই ?
যেদিকে তাকাই শুধু মানুষের মুখ ।

কাল খবরের কাগজে পড়লাম,
গনহত্যা - গনহত্যা - গনহত্যা ।

পথে পড়ে থাকা মানুষে কেঊ হাত দেয়না,
মানুষের গন্ধে মিথ্যের দাগ আছে ।