একদিন উলঙ্গ শরীরে,
গাছের বাকল জড়িয়ে বুঝতে শিখেছিলাম,
লজ্জা একটা পুঞ্জীভূত আবেগ ।
সদ্য নিহত উষ্ণ মাংস আরো উত্তপ্ত করে,
খেয়েছি এক আকাশের নীচে ।
তখন আমাদের বন্য , অসভ্য বলা হতো ।
কিন্তু এখন শরীর উলঙ্গ হলে,
বহুযুগ আগের মত এই আকাশের নীচেও
উষ্ণ মাংসের তীব্র স্বাদ জেগে ওঠে,
এখন আমাদের সভ্য বলা হয়,
আদিমতা কখন নির্লজ্জতা হয়েছে,
তার হিসেব রাখে বোবা আরশোলা ।।