ক্লান্তির তারা খসে আসে চোখের আবেশে,
ছেঁড়া লেপ মুড়ি রাতের শিশির নগরে,
কলকাতা থেকে দিল্লীর রাজপথে ,
ঠান্ডা পিচের অন্ধকারে কিংবা
ঘাসে মরা বদলের সবুজায়নে,
ধারালো নখের আঁচড় লাগে,
কেউ ধর্ষিত হয় ।
খবরের কাগজে পড়ি ।
ঘেন্নায় বমি উঠে আসে,
মনে হয় ওইসব পুরুষকে খুন করে ফেলি ।

তারপর রাত বাড়ে ।

ঘাসের মধ্যে নিজেদের হারিয়ে ফেলি,
সেই খবরের কাগজের উপর,
এখন আমাদের শরীর ।
উপরে খোলা আকাশে ।
দেহ মিশেছে ধূমকেতু আসার পর ।
তারপর মনে হয় কোথায় আছি আমরা,
গুলি চলতে পারে সরকারের ।
তারপর ছুটতে ইচ্ছে করে,
বনের গভীর থেকে রক্তের রাজপথে।
আমার হাতে এস এম জি,
প্রেমিকার হাতে রাবার ।

আত্মসমর্পণ ।।