আমরা যত কাছাকাছি থাকতে চেয়েছি,
দুরত্বের বহমান স্রোত আমাদের টেনে নিয়ে গেছে
ঠিক ততটাই, অপেক্ষার কৃষ্ণগহ্বরে ।
কিছু কথা এখনো অবিচল,
ছুটে চলে যায় শৈত্যপ্রবাহের সাথে শত ক্রোশ দূরে,
আর উপেক্ষার সমর্থন না নিয়েই শীতের এই পথে
হাঁটতে থাকে আমাদের কাম-উষ্ণ শরীর ।
চন্দ্রগ্রহণের ধাক্কা সামলে সে সব থাক নিজেদের মত,
শীতের স্নিগ্ধতায় এখনো কিছু বৈরিতা ভিজুক,
আর আমাদের আকাশ ভরে যাক অবশেষের গানে ।