হাতের কাছাকাছি এখন আর কেউ নেই ,
যদি চাও আরো ক্ষানিকটা এগিয়ে গিয়ে,
লোকালয় ছেড়ে, নীরবতার গভীরে,
আমার অমত নেই ।।
অন্ধকার জানে আমি চরিত্রহীন তোমার কাছে ।
পৃথিবীর সবচেয়ে নোংরা শব্দ আবেগ,
যা কোনোদিন প্রকাশ্যে আসে না ,
আমাদের সভ্য ইশারায় লুকিয়ে থাকে,
সব তোমার জানা ।।
এখন এই শোষিত সরকারের নিয়ন আলোয়,
বহু যুগ আগের এক নষ্ট পাহাড়ি রাত্রের মত,
হিংস্র পশুর থাবা লুকিয়ে,
যদি চুম্বনের খেলায় মাতি ,
আমরা ফের বাজেয়াপ্ত হবো ,রক্তাক্ত হবো ।
চলো আরও দূরে যাই,
যেখানে অন্তরের আশেপাশে কেউ নেই,
এখানে চুম্বন আর শরীর প্রতিশব্দ নয় ,
এসো, আমরা ভালোবাসি ।