জেগে আছি, প্রতিযোগিতার অন্তিম আলোতে,
আদিম স্বাদ, শেষ চেষ্টা আর প্রেমিকার চুম্বন ।

সদ্য তরুনীর মাংসে নমনীয়তার খোঁজ,
উস্কানি ওঠে, ছত্রভঙ্গ সমাজে রক্তাক্ত কার্ফু ।

কাম ক্রোধ, আশা আশঙ্কা, অভাব অনটন,
মন্দিরে মসজিদে চার্চে এই পৃথিবী,
ও ঈশ্বর সকলের মঙ্গল করো,
ও ইশ্বর সকলের মঙ্গল করো,
মৃত্যু আকাশে হাসছে বিলুপ্ত শকুন ।।

ভালোবাসা মুখস্থ করেছি,
হাত সরিয়ে নাও, বিষদাঁত ।

এইসব আবেগ ভীষণ আকস্মিক,
শরীরে রক্ত ঠান্ডা , অযত্নের সাদাফুল শুকনো ।

একদিন বলে দেবো সব, যা রাখলাম গোপন করে ।