বারবার ফিরে আসি,
যতই ভাবি আর ফিরবোনা, পিছুটান থাকুক ।

এখনো আদর করি,
অথচ সেদিনই বললাম তোমায়, এই শেষ ।

স্বভাবত প্রতিশ্রুতি দি,
যদিও কথা রাখতে পারিনা, কোনো বছর ।

এভাবেই আমাদের দিনগুলি আলো এবং অন্ধকার পেরোয় ‌।

শুধু অভিলাষা হৃদয় সঙ্গহীন শতাব্দীর মত সময়েই শরীর দেয়,
আর পৃথিবীর বয়স বাড়ে ‌‌।।