কাল বাড়ি ফেরার পথে দেখলাম ,
সেই দুটো বিড়াল ,রাস্তায় খেলা করছে,
পরে বুঝলাম খেলা নয়, ওরা ভয় পাচ্ছে ।
সকালে ওদের মা কে দেখেছি,
মরে কাঠ হয়ে গেছিলো,
কোন অভাগী ওর মুখের ভাতে, বিষ দিয়েছে ।
পচা গন্ধটা বলছিলো , আমার বাচ্ছা দুটোকে দেখো,, ।
রাস্তার পাশে মন্দির ,
ওদের ওখানে তুলে দিলাম ,
যদি মেঘ চিড়ে জল নেমে আসে,
ভিজে ভিজে মরে যায় , তখন ।।
বাড়ি এলাম , টিভি খুলে দেখি দূরদেশে বিড়াল মরছে ,
মা বিড়াল, পুরুষ বিড়াল , আর বিড়ালের বাচ্ছা ।
গন্ধ আসছেনা কেনো ?
পরে বুঝলাম আমার দেশে নয় , তাই ।
সকালে বাইরে এলাম,
অনেক বেশি পরিস্কার আজকের আকাশ,
একটা গন্ধের টানে এগিয়ে গেলাম,
দেখলাম একরাশ অভিমানে,
মন্দির থেকে,একটা বেড়াল চুপচাপ রাস্তায় তাকিয়ে,
আরেকটা বেড়ালের রক্তাক্ত লাশের দিকে ।
খুব বাজে গন্ধ আসছে ,, ।।
আমি মুখে রুমাল চাপা দিলাম ।
আকাশটায় মেঘ আসতে দেরি নেই ।
তাড়াতাড়ি যাই, জিনিসপত্র গোছাতে হবে ।