ঈশ্বরের অস্তিত্ব নেই ।
মনকে বোঝালাম,
কে ঈশ্বর ?
প্রশ্ন করলো মানুষ ।
বাইরের গ্রহ থেকে এলিয়েন আসছে,
আলোচনার কেন্দ্রবিন্দুতে এরিয়া ফিফটি ওয়ান ।
ওয়ামুয়ামুয়া পৃথিবীর চারদিকে নজর রাখছে,
ইউ এফ ও দেখা যাচ্ছে চারিদিকে ।
পৃথিবী ধংস হবার পর,
মানবজাতির অবসানের পরেই কি,
ঈশ্বর এই এক এক খেলায় অংশ নেবেন ।
কিছুই জানা যায়নি,
তবে সবটাই আবেগের বশে নয় ।
তাই চুড়ান্ত সুরক্ষাহীনতার ভয়ে,
অবশেষে কিন্তু চেনা ঈশ্বরেই বিশ্বাস রাখতে হয় ।