নাসরিন কে যারা রাষ্ট্রহীন করেছে,
যাদের রক্তাভ চোখ কলম কেড়ে
পুরুষতন্ত্রের সমাজ বানিয়ে চেয়েছে সমানাধিকার,
যারা তার শরীরকে ঢাল করে,
শহরে, বাজারে, নিকোটিনের ভীরে,
দৈনিক খবরের কাগজে দিয়েছে, নারীর সংঙ্গা,
তারা কি পুরুষ ?
না ।
ওদের শুধু পুংলিঙ্গ আছে ।
ওরা একদল ধর্মভীরু ,
নারী ওদের কাছে ভোগ্যপণ্যের মতো,
ওরা শরীরের বদলে পুরুষসন্তান চায়,
নারীর বুকযোনিতে ধর্ম দিয়ে নিশ্বাস নিতে নিতে,
রাতের গল্পে নারীবাদ মুছে যায় ।
তবুও এদের কেউ ডোবাতে পারে না,
চোরাস্রোতে ভেসে এসে জেগে ওঠে
শামুকের খোলোকে,
কারন এখনো একগুচ্ছ নারী ,
খালিপায়ে হাঁটতে শেখেনি,
ওরা শামুকের ক্ষতে খুব ভয় পায় ।।