আমি ভালো নেই ।
কাল ভালোছিলাম, বলেছি ।
বিশ্বাস করো , কেঊ বিশ্বাস করছেনা ।
আমি ভালো নেই আজ ,
রিপ্লাই এ তাও বলতে হয় ভালো আছি ।
ভালো আছি,খুব ভালোআছি ।
সারা আকাশ জুড়ে এতো কান্না,
তাও কেনো জানতে চাও,
কেমন আছি ?
রাস্তার ভিখারীটা,
বাচ্ছা কোলে কিশোরীটা,
কাল রাতের বেশ্যাটা,
যে প্রতিদিন তোমার সামনে আসে,
তাকে প্রশ্ন করো ?
কেমন আছো ?
নাকি ওরা ভালো নেই , তাই ভয় লাগে ?
জানতে চাইলে যদি মুখের উপর বলে,
ভালো নেই ।
সবার সামনে , বাজে ব্যাপার ।
তার থেকে ফোন ভালো, আড়ালে ।
নেকামোটা কারোর চোখে পড়বেনা ।
আমরা কেঊ ভালো নেই ,
সহজাত অভিনয়ে মাতয়ারা আমদের আজকের ভালোথাকা ।