আমি এখন তোমার সামনে দাঁড়িয়ে,
নিস্তব্ধ অতীতে বৃষ্টি এসে নেমেছে ।
হয়ত তোমার এই কাচের ঘরে,
আবেগের তীব্র সন্ধিক্ষণে
আমি যা চাই, তা পেতেই পারি ।
তোমার উলঙ্গতা আমার চোখে ,
নেওয়া খুব অসম্ভব নয় ।

কিছু সময় থাকে যখন যা চাওয়া হয়,
তা পাওয়াই যায় ।
তবু সব পাওয়া হয়ে গেলে,
কাচের ঘর থেকে সূর্য সরে যায় ।
আমি আকাশের দিকে তাকিয়ে থাকি,
কখন তোমার উলঙ্গতা চাঁদ হয় ।