আমিও খুঁজছি ভগবান,
গ্রহের চারপাশে, মহাকাব্যের অন্তরালে,
তিথি ধর্মে, কৃষ্ণ বা শুক্লপক্ষে,
যা আছে বিচ্ছিন্ন সংযোগে মন্দিরের দেওয়ালে,
তন্নতন্ন করে খুঁজে চলেছি রাত দিন ।
দূরের আকাশে উজ্বল আলো,
মায়া সভ্যতার শেষদিন, মৃতসমুদ্রে পাওয়া গল্প,
সিরিয়াস গ্রহের ছেড়ে যাওয়া উপজাতি ।
সময় থেকে এগিয়ে যাওয়া মন্দিরের খাঁজ,
পুস্পক রথ, সপ্তর্ষি মন্ডল, মানসসরোবর,
কৈলাস পর্বত, মিশরের পিরামিড, স্টোন হেঞ্জ,
চাঁদের মাটিতে অন্য মানুষের পায়ের ছাপ,
বরবরির মাথা, কৃষ্ণের হৃৎপিন্ড, এরিয়া একান্নো ।
হঠাৎ মাঝপথে যে সংযোগ নষ্ট, সেই সব পুনরুত্থান,
খুঁজতে হবে, খুঁজতেই হবে সেইসব বহিরাগতদের ।