প্রয়োজন যদি নাও থাকে,
সমুদ্রের বিশাল উর্মিভঙ্গ ,
আর স্থলভাগে মহাদেশগুলোর
একচ্ছত্র আধিপত্য ,
ভেঙেচুরে দেয় সাবমেরিন যুদ্ধজাহাজ,
পদাতিক সৈন্যের দল,বোমারু বিমান ।
আমাদের সভ্য ডাক,
বৃষ্টি না পাওয়ার ক্ষোভ,
জ্যান্ত ম্যানিপ্ল্যান্ট এখন ভাঙা অংশে,
ওরা শুভ কিছুর আহ্বানে সাড়া দিয়ে,
তাকিয়ে ছিলো আকাশের দিকে,
যেখানে এখনো উড়ছে,
পরমানুর ধোঁয়া ।।