একটি বাসস্ট্যান্ড ।
সারাদিনে একটাই বাস আসে, যায় ।
জঙ্গি আর সাধারণ মানুষ,
ছোটো বাচ্চা, মেয়ে , তৃতীয় লিঙ্গ,
একসাথে যাতায়াত ।
একটা মরা গোলাপ গাছ,
রাস্তার মাঝে ধর্মের প্রলেপ ।
সরকার জানে ও জানান দেয়,
বাস চড়া অত্যন্ত বিপজ্জনক ।
জঙ্গি, সামাজিক মানুষ, পুলিশ, সৈনিক,
বাসে উঠলো ।
আস্ত একটা প্রশ্নের উত্তর দেওয়া কঠিন নয়,
প্রশ্নটা হলো বাসটা চালাচ্ছে কে ??