হে বরেণ্য, নমি তব পাদপদ্মে আজ,
বুঝিনি তোমায়,মধুকর সম সংগ্রহ করেছি কাজ,
ভরেছে হৃদয়-মৌচাক মম,তব বাণী-মধু লয়ে,
বিদায়ের কালে তাই স্তব্ধ আমি,তব পার্শ্বে গিয়ে।
জ্ঞানের-সিন্ধু সম তব তটে দেখিনু চাহিয়া-
জ্ঞানহীন শিশুরমত ভাবিনি ফিরিয়া,
কে তুমি মহীয়ান মানব বীর!
দিয়েছো ঊজাড় করি, জ্ঞান-সমুদ্র বারি
সিঞ্চন করেছো মোরে, নিজ ব্যক্তি স্বার্থ ছাড়ি,
গম্ভীর সমুদ্র সম; প্রশান্ত, গম্ভীর।
কণ্ঠে বাকরুদ্ধ, তবকথা স্মরি,
লহ প্রণাম,শ্রদ্ধা মোর, ভাবিওনা অরি;
আজি শেষ-লগ্নে,রাখিবনা করি বন্ধদ্বার;
আমার লহো নমস্কার।।
লেখক-নিশিকান্ত দাস
তাং-১০.০১.১৯৮০
বি.দ্র.:- একজন শিক্ষকের অবসরকালীন স্মরণ সভার জন্য রচিত ও পঠিত।