শান্তি খুঁজিছো কোথা?
শান্তি রয়েছে তব মন মাঝে,কেন খোঁজ হেথা হোথা?
দেহের বাহিরে,শান্তির দেখা কোথাও পাবে না খুঁজে,
প্রেয়সীর বলা প্রিয় কথাগুলি রহিবে যে মাথা গুঁজে।
বলিবে তোমারে ডাকি,
‘প্রিয়কথা মোর স্বার্থের লাগি, দিতে যে তোমারে ফাঁকি’।
নিশুতি-রাতে প্রিয়ার-স্পর্ষ ,দিবে না শান্তি বারি,
নিশার মাঝেই ফাঁকি দিয়ে যাবে,যন্ত্রনাই হবে ভারি।
দেহ-ভোগে মেলে ক্ষণিক শান্তি, মনের কালিতে লেখা,
বাসনার-বোঝা ত্যাগেই মিলিবে চিরশান্তির দেখা।
মিথ্যা বলিনি ভাই,
বুদ্ধ-খৃষ্ট,গীতা-বাইবেল সবাই বলিছে তাই।
সবাই হাঁকিয়া কয়,
‘বাসনার মাঝে বহ্নির জ্বালা,
ত্যাগেতে তাহা তো নাই।
কর্মেই আছে তব অধিকার, কেন ফল চাহ তবে?
‘শান্তি-রহিবে’ আপন ভাবিয়া, ‘চাওয়া’কে ত্যাজিতে হবে।
রক্তে যাহার শান্তিরধারা বহিতেছে চিরকাল,
সে কেন খুঁজিবে শান্তির-সুধা,বিছাইয়া মায়াজাল?
জন্মে শান্তি,কর্মে শান্তি,মৃত্যু শান্তি ময়,
জন্ম,মৃত্যু কোথা কিছু নাই,কেবলি স্বপ্নময়।
আমি-তুমি-সে, কেহ কিছুনয় সকলি স্বপন ঘোর,
শান্তিতে ছিলে,শান্তিতে আছো ভাঙো অলিক চিন্তা ডোর।
লেখক-নিশিকান্ত দাস,
তাং-০৯-০৬-২০১৫