প্রণাম তোমায় রামকৃষ্ণ, তুমিই আমার প্রাণ,
বিশ্বজনের পিতা তুমি,করো আশিস দান।
তোমার স্নেহ বিশ্বজনীন,বিশ্বে জানাও তাই,
গীতা,কোরান,বাইবেলেতে বিভেদ কিছু নাই।
আল্লা,যীশু,শ্রীচৈতন্যে-ভিন্ন কিছুই নাই,
‘ব্র্রহ্ম সত্য জগৎ মিথ্যা’-গীতার বাণীও তাই।
তাইতো তোমার অমর বাণী আমার কাছে গীতা,
সেই কারণেই তুমি হলে বিশ্বজনের পিতা।
গাইলে তুমি দেশে দেশে সামবেদেরী গান,
‘কৃষ্ণ,কালি একসেতারের দুটি তারের টান’-
‘দুটি ধর্মে ভেদকিছু নাই’-ইহাই তোমার বাণী,
বিশ্বমাঝে তোমার বাণী মুছবে হানা-হানি।
বিশ্বলুটায় তোমার পায়ে মুছাও চোখের জল,
তাইতো রহ বুকের মাঝে,জীবন হোক সফল।
                            
                                                                    
লেখক---নিশিকান্ত দাস
তাং-১৯-০৯-২০১৩