প্রেম
ফুল-কুসুমের মাঝে শুয়ে বলেছিলে নিঝুম রাতে,
রেশমী-চুলের নরম বেণী,রাতে ছিলো আমার হাতে ।
ঘরের পাশে ফুলবাগিচায়,   ঝিল্লীরা সব ঝুমুর বাজায়,
তোমার গভীর নিশ্বাস  গুলি বক্ষ মাঝে চামর বুলায়।
বলেছিলে “ফুলের-বঁধু !    বেশো মোরে ভালো শুধু ,
চাইবো না আর অন্য কিছু,পান করিব প্রেমের মধু।
দুঃখ-সুখে আঁধার ঘরে জ্বালবো জীবন আলো,
আবার বলি, ফুলের-বঁধু! বেসো আমায় ভালো।
থাকবে তোমার মাতা-পিতা,প্রিয়-প্রিয়া যত,
ভাববো আমি থাকবো সবাই ,কেউ হবে না হত ;
আঁধার রাতের তোমার চুমু মেটাবে মোর সাধ,
যৌবনেরী সকল আশার গড়বো রাজ প্রাসাদ,
বিলিয়ে দেবো তোমার মাঝে আমার সোহাগ খানি,
রাখবো না খেদ কোন খানেই লইবো বুকে টানি,
লজ্বা রবে দূরের দেশে,বইবো জীবন প্রেমের ত্বরে,
রাতের বাসর মিলন সময় থাকবো মোরা নিঝুম ঘরে,
বৃষ্টি দুপুর দুজন বসি কইবো অনেক প্রেমের কথা,
মোদের পাশে থাকবে শুয়ে, সোহাগ রাতের মিলন গাঁথা,
পাশে বসে শুনবো তাহার শান্তি-নিশ্বাস গুলি,
কাঁদলে বুকে নেবো তুলি,বলবো স্নেহের বুলি।
এই ধরণীর সোহাগ মাঝে থাকবো বেঁচে প্রেমের তরে,
যেতে আমার চায়না যে মন,যা পেয়েছি তোমার দ্বারে।
মিনতি মোর রইলো তোমায়, এখন রাখি বলি,
চলে যেতেই হয় বা যদি ,সবাই যাবো চলি”।

লেখক-নিশিকান্ত দাস
তাং-০২-০৮-২০১৭