রাখালিয়া বাঁশি নিথর এখন,
দিন হলো অবসান
কপালে পরিয়া সিঁদুরের টিপ,
গোধূলির আগমন।
     গোঠের রাখাল ঘরেতে ফিরিছে,
গোধূলির রঙ মাখি।
গো-ধূলির ধূলা সারাদেহময়,
পরি গোধূলির রাখি।
তাঁর  শুভ এই আগমনী সুরে,
প্রকৃতি দিয়েছে সাড়া,
গৃ্হে গৃহে তাই সন্ধ্যা প্রদীপ
গোছানো হয়েছে সারা।
সন্ধ্যা আসিবে শুভ রাত্রির লাগি,
আঁকিয়া ঊষার  ছবি,
প্রভাত সূর্য্য উদিত হইবে,
গোধূলির কথা ভাবি।
গোধূলীবসানে তুলসীতলায়
জ্বলিবে যে শুভ বাতি,
আশিস মাগিবে পল্লী ললনা,
‘‘শুভহোক সারা রাতি।
এসো তুমি কাল দিবা অবসানে,
আশায় বাঁধিনু মন,
তব আগমনে বাঁধিব কবরী,
পাবো বঁধুয়ার দরশন’’।
লেখক-নিশিকান্ত দাস          
                                                           তাং-২০-০৯-২৯১৩
               ফোন নং-৯৪৩৩৪৪২০৮২