মিথ্যাবাদী

হাতটি ধরে বলে ছিলেম, ‘শীঘ্র এসো চলি,
গুল-বাগিচার টাটকা-কলী উঠবে এলে দুলি’।
বিদ্যাধরীর ঘাটের তরির ছাউনি তলায় বসি,
হাসলে কত ,নাড়লে দু হাত,যেন আকাশ শশী।
বললে তুমি, “ভয় পেয়ো না ,আসব ফিরি ঘরে,
যাচ্ছি আমি মায়ের কাছে আনতে ‘সোনার’ তরে।
তখন আমরা তিন জনেতে হাঁসবো সোহাগ হাসি,
চিন্তা তুমি আর করোনা ,এবার তবে আসি?
খবর পেয়ে যেয়ো চলি দেখতে ‘সোনার’ মুখ,
আশা করি দেখলে তুমি, ভরবে তোমার বুক”।
কিন্তু তুমি আর এলেনা, এলো তোমার শব।
গুল-বাগিচায় অশ্রু ঝরে, নিভল আমার সব।
মনের ব্যথা থকলো মনে,সন্ধা-প্রদীপ মত,
আমার ঘরে আসবে না রাত, জাগবো অবিরত।
তোমার কাছে যাবার লাগি ব্যাকুল আমার প্রাণ,
বিদ্যাধরীর তোমার-চিতায়, থাকতে অনুক্ষণ।

লেখক-নিশিকান্ত দাস
তাং-০৭-০৮-২০১৭