নবাগত বরণীয় অতিথি মোর,
তোমাকে জানাই সহস্র নমস্কার ।
সশ্রদ্ধ-ভিতমনে বসেআছি আজি,
লইতে অমৃত সম শত তিরস্কার।
ব্যথা নাই, খেদ নাই সেই তিরস্কারে,
জ্ঞানের পিপাসা যদি মেটে,মোর মিথ্যা অহংকারে।
হে জ্ঞানবৃদ্ধ অতিথি মোর
মিটাইতে জ্ঞান-তৃষা সবাকার তরে,
চরণ খানি রাখিয়াছো হেতা,
লইয়া জ্ঞান-ভাণ্ডার, দেবতার বরে।
আশীর্বাদ চাহি আজি,অসীম শিখর সম,
সহ্যশক্তি থাকে যেন মনে।
পাই যেন প্রেরণার বাণী তব কণ্ঠহতে,
ঘাটে-মাঠে-বাটে,শয়ানে, স্বপনে।
হে অতিথি, পরমাত্মীয় মোর, মোর হাতে
নাই পুষ্প,নাই যে চন্দন,
নাই শঙ্খ হাতে, শুধু  যাচ্ঞা চাহি,
              অমৃত-সম সুমধুর আলিঙ্গন ।
ভিক্ষা চাহি –‘ক্ষমা, নিজগুনে করিও মার্জনা ।
দীনহীন, অজ্ঞান তাপস আমি,এটুকু কামনা’।
                                                                    
                    লেখক-নিশিকান্ত দাস
তাং-১৯.০১.১৯৮০
বি.দ্রা- নববরণ উৎসবে নূতন শিক্ষকে বরণের জন্য এই কবিতাটি রচিত ও পঠিত।