পূর্ণমাসীর পূর্ণ শশী, আকাশ ভরা তারা,
কদম বনে কদম রেণুর গন্ধে মাতোয়ারা,
বসন্তেরী বাতাস মেখে,এলো সবার দোল
দোল-তলাতে মিষ্টি-মধুর উঠছে হাসির-রোল।
গুলাল মাখা মুখটা দেখে না-যায় কিছু চেনা,
সীমন্তিনীর সিঁথির মাঝে আবির মেলে ডানা ।
প্রেম-পিয়াসী ষোড়শীনির রঙিন ব্যথার মাঝে,
ফাগের রঙে রঙিন অধর, মন লাগেনা কাজে,
‘সাঁঝের দোলে’ প্রীয়া যদি আসে কাছে প্রেমের ঘোরে,
গুলাল রঙে রঙিন হয়ে, বাঁধবো তাঁহার বাহুর ডোরে।
রাধার কথা স্মরণ করি,ধরবে যখন অধর খানি
অভিমানে রঙিন হয়ে বলবো, ‘আমি দোলের রাণী’।
লেখক-নিশিকান্ত দাস
তাং-৩০.০৫.২০১৭