মোটকা ভুলো নাচছে কেমন রং মেখে দুই গালে,
দুলছে ভুড়ি এদিক-ওদিক ঢাকের তালে তালে।
ছোট্টরাসব ভীড় করেছে ভুলোর চারি পাশে,
ফোকলা দাদু দেখছে মজা, বসে সবুজ ঘাসে।
শুয়ে,বসে নাচছে ভুলো,প্যাণ্ট ধরে বাম হাতে
হাঁসির-দোলায় দুলছে সবাই, দিচ্ছে তালি সাথে।
ছয় বছরের ছোট্ট ভুলো নেইকো তাহার লাজ,
দূর্গাপূজার-ছুটির মজা লুটছে সবাই আজ।
লেখক-নিশিকান্ত দাস
তাং-২৫-০৯-২০১৩