আমি কভু নয়তো একা,নয়তো একা কেউ!
আমি আছি চিন্তা নিয়েই,চিন্তা তোলে ঢেউ।
চিন্তা সাথে বন্ধু পাতাই,জীবন পথের মাঝে,
চিন্তা ফুলের টাটকা মালা,পরি সকাল সাঁঝে।
চিন্তা আমায় পড়তে বসায়,চিন্তা জোগায় প্রাণ,
চিন্তা আমার নয়ণ মণি,চিন্তা জীবন গান,
চিন্তা যোগায় নূতন কিছু,নূতন তর পথ,
জীবন-স্বপ্নে জীবন যোগায়,চালায় জীবন রথ।
সত্য কে সে মিথ্যা বানায়,মিথ্যাকে সে সত্য,
জীবন খেয়ায়, জীবন চালায়,চিন্তাকে দেয় তথ্য।
জীবন মাঝে হঁসি যোগায়,কান্নকে ডাকে চিন্তা,
নিন্দা কে সে তুচ্ছ করে,ঞ্জানকে কর নিন্দা।
বন-তুলসি,বন লতা আঁকড়ে ধরে বুকে,
পদ্ম,গোলাপ ফুলকে সে দেয় দুমড়ে-মলে-ঠুকে।
চিন্তা মনের জিয়ন কাঠি,মরণ কাঠিও বটে,
চিন্তা ছেড়ে মৃত্যু আসে, চিন্তা হিনের বাটে।
বিরহ বিধুর জীবন মাঝে চিন্তা যোগায় স্বাধ,
তাইতো ভাবি,চিন্তা-আমার চিন্তা হয়েই থাক।
প্রকৃতীর এ নিয়ম রিতীর, চিন্তাই কারিগর,
চিন্তা আমার পরষমণি,জীবন বাঁচার বর।
লেখক-নিশি কান্ত দাস
তাং-১৯-০৯-২০১৩
ফোন নং-৯৪৩৩৪৪২০৮২