বসন্তেরি বাতাস মেখে দুলছে ডালে বেলির ফুল,
যেন মেঘ-বালিকার কর্ণ পটে দুলছে বেলি দোদুল দুল।
বেলির গন্ধে মাদকতায় হার মেনেছে কণ্ঠ হার,
কণ্ঠে পরি বেলির মালা,যাবে প্রেমের অভিসার।
বরফ রঙিন রবির-কিরণ, লাজে রঙিন বেলির রঙে,
যুঁই-চামেলির শুভ্রতাও, হার মেনেছে বেলির ঢঙে;
বেলি ফুলের শ্বেত বাগিচায় হার মেনেছে চাঁদের আলো,
পৌর্ণমাসীর চাঁদের আলো, লাগছে যেন আজকে কালো।
শ্বেতাম্বরার রংটি ছানি, বেলি ফুলে দিচ্ছে ঢালি,
হাঁসছে বেলি মিটি মিটি,অহংকারী বেলির ফুল!
যেন, নব বধূর কর্ণ পটে দুলছে বেলি দোদুল দুল।
বেলির দলের কুষির মাঝে, জমছে শিশির স্ফটিক-জল,
যেন, ফুলবাগিচার দূর্বাদলে ঢালছে, পূত গঙ্গাজল।
তৃষ্ণা কাতর বেলি রাণী, পানেরত শিশির-মধু
সতেজতায় সাজছে বেলী, আসবে নিতে ঘরের বধূ
প্রভাত বেলায় গাঁথবে বধূ ,বেলি ফুলের শুভ্র মালা
‘গোঠের-রাখাল’ পরবে গলে, মিটবে তাঁহার মনের জ্বালা।
কোন ললনার মনের মাঝে, প্রেম বিধুরার বেদন বাজে
প্রমান সরূপ দেবেতুলি’ ‘প্রেমের-ডালি’ বেলির ফুল,
যেন, প্রেম বিরহীর কর্ণ-লতায় দুলছে বেলি দোদুল দুল।
মধুকরের গুঞ্জরনে, বেল বাগিচা আত্মহারা,
পানকরিছে বেলির মধু, দিচ্ছে ঢালি পরাগ ধারা।
বেলি ফুলের গন্ধ পেয়ে হার মেনেছে গন্ধরাজ,
পূর্ণ-শশীর সাঁঝ তারাটি বেলি বাগিচায় নাচছে আজ।
বসন্তেরী কুঞ্জবনে, বেলি ফুলের গন্ধদানে,
প্রেম পিয়াসী, রাধার মনে আকুলতায় ভাসছে কূল,
যেন, পাগলিনী রাধার কানে, দুলছে বেলি দোদুল দুল।
ফুল বাগিচায় বেলি রাণী আছেন বসি রাণীর সাজে
যুঁই, চামেলি, কদম, চাঁপা ব্যজন করে সজল লাজে
ফুল সমাজের ফুলের রাণী, বনের রাণী বেলির দল
কলকে,বকুল দেখছে সবে, ঝরছে চোখে অশ্রুজল।
প্রকৃতীর এই কুঞ্জমাঝে, ফুল বাগিচায় বেদন বাজে,
বেদন মাঝে কতই হাঁসি, কতই সুখি বেলির ফুল;
যেন নব বধুর বাসরঘরে দুলছে বেলি দোদুল দুল।
বি.দ্র:-বেলফুল, বেলি এবং মল্লিকা=বেলফুল
লেখক-নিশিকান্ত দাস
ফোন নং-৯৪৩৩৪৪২০৮২
তাং-২৮-১২-২০১৬