এবার আমার  পূজার থালে  ভরবো  রঙিন ফুল
বাঁধবো  কীসে  কোমড় গলে...... সম্ভ্রমে অতুল..!
মোহের ছায়ায়  যায় না  দেখা   নিত্য  চারিধার
তরু- বীথিকা,   কূঁজ- কাননের   সৌম্য  বিচার ।।

হাহুতাশীর  সূর্য রাশির  নিখোঁজ  বিকেল মুখ
প্রাচীন আমার  প্রাচীর লোহা  মোক্ষমে গলুক।
হাড়  পোড়ানোর  ভস্ম দিয়ে  অঞ্জলি  সম্ভোগ
মরুর হাওয়ায়  ঊর্ধ্বে ওঠে  আত্মহোমের যোগ ।।

আঁখির চূড়ায়  মেঘের পাহাড়  নৈরাশ্যের দান
যার  পরিচয়  রূপ- লহমায়,  কুহর  ঐকতান।
চপল পাখির  মিষ্টি কপোল  কুন্ডলী তার কেশ
জীবন প্রহার  আত্মদানে, তবুও  হাসির লেশ ।।

দিব্য দ্যুতির  দৈব স্নেহের  শেষ জীবনের ঠাঁই
পূজার থালায়  ধর্মযাজক,  প্রসাদ আমি পাই।
আর কতকাল  মন্ত্র যোগে  দূর সাধনায় ভাসি
ভক্তি আমার  অন্তঃশীলায়, নীরব ভালোবাসি ।।