আগলে রাখি বুকের মাঝে
..... বিষাদী এক মুখ
অশ্রুকণায় যায় ভিজে রোজ
... অদৃষ্টের সুখ ।।
নিষ্ফল আজ চক্রবালে
মিলিয়ে দেয়া শোক
লেপ্টে থাকা জলপ্রপাতে
কাজল ছাপা চোখ ।।
জরিপ টানা জীবন রেখায়
..... আদ্য পরিচিতি
ঘরছাড়ামন পালিয়ে বেড়ায়
..... পথের পরিমিতি ।।
জটিল এখন শ্রান্ত সুশীল
.... শপথ ভেঙে যায়
উর্দি পরার, পোশাক, স্বভাব
... মূর্তি তকমায় ।।