আঁধারের  ঘেরাটোপ  টুটে
   হেরিনু  জগৎ  সভার
জঠরের  ক্লান্ত পথ বেয়ে
  উদিত  জীবন আমার ।।

প্রভাতের  তাজা রাঙাধারা
   পশিল  যুগল  নয়নে
মননেতে  তাহারই  আঁকা
  ছবি, প্রকাশিল  অয়নে ।।

অজানার কোন  প্রান্ত হতে
   ভাসিয়া আসে কানে
নামহীন কোন  বিহগ সাথীর
     সুরের  কলতানে ।।

কলরবে শুনিতে পাই  আমি
    নব  দিবসের  গান
অভিরুচি শত কাম্যতার সুখ
    শুভেচ্ছা  প্রতিদান ।।

হীমময় প্রত্যূষের  তৃণ আলে
     ঝরিছে  কুজ্ঝটিকা
সদ্যই  রবির  কিরণ লেগে
   জ্বলে যেন দীপশিখা ।।

এ  জগত  সত্যই  যেন
বরণ করে নিতেছে মোরে
ললাটে চন্দ্র শিশিরের ছোঁয়া
   আবছায়ার ভোরে ।।

চারিদিক  হতে  আজি
   ধ্বনিত  সুর  আসে ভেসে
শত হাজার  শুভেচ্ছা কার
       ধরা দেয়  কাছে এসে ।।

সঁপে  রাখি  হৃদ-মাঝে
    মস্তে রাখি বিমল আশীর্বাদ
জীবন মৃত্যু  কলঙ্কের মাঝে
       পাহি  মম  পূন্যের স্বাদ ।।

আজি মোর  অঙ্গ দুয়ারে
    ছড়ায়ে রহে সুরভিত ফুল
কণ্টকহীন কোমলতা তার
      স্নেহাশিসে নির্ভুল ।।

কভু যদি সহসাই ফুরাইয়া যায়
      সে  গ্রথিত মালা
শুভ লগনে  উঠিবে ভরে  মোর
    জন্মোৎসবের থালা ।।