ভয়ের আঁধার ক্ষয় করে আজ ভয়কে করি জয়
ঠাঁই পেয়েছি বিছিয়ে নেওয়ার.. দৈব জ্যোতির্ময় ।।
কোন লগনের সর্বনাশের মান্দাসে... স্রোত তুলি
তলিয়ে দিয়ে আত্ম ভীতি... থাকবে না আকুলি ।।
কোন দুয়ারের কোন শাপেতে বন্দী থাকি রোজ
সন্ধ্যাছায়ায় করলে আঘাত পাবোই আমি খোঁজ ।।
আত্ম জনের পথের মাঝে ..শেষ দিবসের কাল
চলছি এখন নিত্য একাই.. উড়িয়ে তরীর পাল ।।
জাল পেতে থুই, ধরবো জালে গুপ্ত বিরল সোনা
উদাস ক্ষ্যাপার কীর্তি আমার রুগ্ন দশায় বোনা ।।
বিশ্বচরের... বিপুল দামে.... সাঁতরে করবো ক্রয়
ডুববো যখন...স্রোতের তালে, দূর হবে সব ভয় ।।