তোমার চাহনি  চাঁদের পানে
আকাশ করে আলো,
তোমার মুখের  কোমল হাসি
লাগে মনে  ভালো ।।

তোমার চাহনি  গাছের পাতা
হাওয়ায় দোলে বেশ,
তোমার চুলের  বাঁধন খুলে
ওড়াও  চুলের দেশ ।।

তোমার চাহনি  সাগর কূলে
ঢেউ উঠেছে ঝোড়ো,
তোমার শাড়ির গহীন ভাঁজে
তলিয়ে গেছি আরো ।।

তোমার চাহনি  রসের দ্বারে
ভোমর বসা ফুলে,
তোমার চোখের তারা ছোটে
কোমল মায়ায় ভুলে ।।

তোমার চাহনি  মিঠে রোদে
তপ্ত  রবির কণা,
শুকায় যে তার  কণ্ঠ নদী
হৃদয়ে উন্মনা ।।

তোমার চাহনি বৃষ্টি রাতের
সিক্ত মরুভূমি,
সবুজ ছেয়ে  চরণ ফেলো
বাজিয়ে রুমঝুমি ।।

তোমার চাহনি  স্রবণ পাতে
উষ্ণ বায়ু হারায়,
তোমার চোখের  অশ্রু ঝরে
হাজার মুক্ত ধারায় ।।

তোমার চাহনি  কাজল ঝরা
গন্ধ বিভোর ফুলে,
তোমার হাতের  নীরব গুণে
পুষ্প ফোটে ছুঁলে ।।

তোমার চাহনি  হৃদয় ভেঙে
অশ্রু  ঝরাও যারে,
না জানি তার  কিসের টান
তোমার হৃদয় দ্বারে...!!