এখন  আর  বাসযোগ্য  ভূমি নেই,
         তবুও  জগৎ  আছে
দিগ্বলয়ে  সোনালি  রঙের ছোঁয়া
        কেবল তোমার কাছে ।।

শুধু আস্থার পরে  ভর করে থাকা
           উচ্চাশার  তিমিরে
অনাদর  পরাজয়ে  ভেঙেছি পণ
           একান্তই  অচিরে..!


তবুও, বুঝিনি  কিছুই, জানতেও
           পারিনি, একান্তে
ক্রমে ক্রমে  কখন, হয়েছি প্রস্তুত
         আত্মঘাতী দিনান্তে..!

পরাস্ত  হলাম,. আবারও  আমিই
         ঘোর  সমরের সম্মুখে
ভেসে গেছে চোখ, রক্তে তোমার
         ফেটে পড়া  সিন্দুকে ।।